ষোলআনী কলিম উল্লাহ সাহেবর খামার বাড়ীঃ
ইমামপুর ইউনিয়নের অন্যতম দর্শনীয় স্থান গুলোর মধ্য খামার বাড়ী অন্যতম। বেশ কিছু বৎসর যাবৎ চালূ হওয়া এই স্থানটিতে পর্যটন সামারোহ হয় প্রচুর। বিশেষ করে গ্রীস্মের গরম হতে একটু সস্তি পেতে এই স্থানটির তুলনা হবেনা। মনোরম পরিবেশ এর জন্য এই খামার বাড়ীর জুড়ী নেই। খামার বাড়ীর সামনে ছোট পুকুর আর তার চারপাশের নারিকেল গাছগুলো দেখতে অপূর্ব। আপনার সময় হলে আপনিও ঘুড়ে যেতে পারে এই মনোরম পরিবেশে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস