গজারিয়া সরকারি কলেজ
১৯৮৪ সালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের আর্থিক, মানসিক সহযোগিতায় ও জমি প্রদানের মাধ্যমে গজারিয়া কলেজটি প্রতিষ্ঠিত হয়। কলেজটি ১৯৮৫ সনের ১লা জুলাই জাতীয়করণ করা হয়। কলেজটি সরকারি ঘোষণা করেন সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ। এ কলেজটি প্রতিষ্ঠা ও সরকারিকরণে জনাব মো. মোয়াজ্জেম হোসাইন খান (অধ্যক্ষ) ও প্রকৌশলী মেজর মো. জসিমউদ্দিন (অব.) সার্বিক সহযোগিতা, অক্লান্ত পরিশ্রম ও অর্থ ব্যয় করেন। কলেজে জনাব মো. শামসুদ্দিন চৌধুরী, জনাব মো. আমিরুল হক চৌধুরী, জনাব মো. জালাল উদ্দিন চৌধুরী, জনাব মো. জহিরুল হক চৌধুরী, জনাব মো. আ. হাই চৌধুরী ১৬২ (একশত বাষট্টি) শতাংশ জমি দান করেন। কলেজ প্রতিষ্ঠালগ্নে জনাব মো. নুরুল আমীন, জনাব ডি.এম. হাছান গাজী, জনাব মোয়াজ্জেম হোসাইন খান, জনাব জসীমউদ্দিন, আলহাজ মো. আক্রাম আলী মিয়াজী, জনাব মো. মতিউর রহমানগণ বিভিন্ন অস্থাবর সম্পত্তি দান করেন। বাংলাদেশে বিজ্ঞান শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে সরকারি কলেজসমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্পের আওতায় শিক্ষাবান্ধব বর্তমান সরকারের সার্বিক সহযোগিতায় এই কলেজে ছয় তলা বিশিষ্ট একটি সুন্দর, সুসজ্জিত এবং নান্দনিক বিজ্ঞান ভবন ২০২০ সালে নির্মাণ কাজ শুরু হয়ে ২০২১ সালে সম্পন্ন হয়। এতে এ অঞ্চলে বিজ্ঞান শিক্ষা সম্প্রসারিত হওয়ার সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত গজারিয়া সরকারি কলেজে বিভিন্ন সহযোগিতা প্রদানকারী দানশীল ও সম্মানিত ব্যক্তিবর্গ এবং সরকারের অবদান কলেজ প্রশাসন এবং গজারিয়াবাসী শ্রদ্ধাভরে স্মরণ করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস